সংবিধান মনে রাখার উপায়ঃ বাংলাদেশের সংবিধান যেকোনো চাকরি পরীক্ষা কিংবা বিশ্ব বিদ্যাওলয় ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সংবিধান মনে রাখা খুবই কঠিন। তাই এখানে সহজে সংবিধানের অনুচ্ছেদ মনে রাখার কিছু টেকনিক তুলে ধরলাম


সংবিধান কী?

সংবিধান প্রতিটি দেশের একটি অংশ। এটি শাসনব্যবস্থার মূল গ্রন্থ। সংবিধানে স্বায়ত্তশাসিত কোনো রাজনৈতিক সত্তার কর্তব্য নির্ধারণের মৌলিক নিয়মসমূহ, সূত্রসমূহ সঠিকভাবে লিপিবদ্ধ থাকে। প্রতিটি দেশের আলাদা ও নির্দিষ্ট সংবিধান রয়েছে। এই সংবিধান একটি দেশের রাজনৈতিক মৌলিক নিয়ম, সরকারের পরিকাঠামো, পদ্ধতি, কর্তব্য ও ক্ষমতাকে প্রতিস্থাপিত করে। 

সংবিধানের প্রকারভেদ 

সংবিধান দুই ধরনের

  1. লিখিত সংবিধান 
  2. অলিখিত সংবিধান 

সংবিধান মনে রাখার সহজ টেকনিক

সংবিধানের ভাগ রয়েছে ১১ টি। আর এদের মধ্যে অনুচ্ছেদ আছে ১৫৩ টি। এই ১৫৩ টি অনুচ্ছেদের মধ্যেও কিছু কিছু আবার বেশি গুরুত্বপূর্ণ। 


সংবিধানের ১১ টি অনুচ্ছেদ:

প্রজাতন্ত্র, রাষ্ট্র পরিচালনার মূল নীতি, মৌলিক অধিকার, নির্বাহী বিভাগ, আইনসভা, বিচার বিভাগ, নির্বাচন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশের কর্মবিভাগ, জরুরী বিধানাবলী, সংবিধান সংশোধন, বিবিধ।

১১ টি অনুচ্ছেদ মনে রাখার কৌশল

প্রজারা তাদের রাজার উপর মৌলিক কারনে নিজেরা আজ বেশ খুশি। নিজের মতো এই বাংলায় জয় লাভ করে রাজা আবার সিংহাসনে বসলেন।

  • প্রজারা = প্রজাতন্ত্র 
  • রাজার = রাষ্ট্র পরিচালনার মূলনীতি 
  • মৌলিক = মৌলিক অধিকার 
  • নিজেরা =নির্বাহী বিভাগ
  • আজ = আইনসভা 
  • বেশ = বিচার বিভাগ
  • নিজের = নির্বাচন 
  • মতো = মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
  • বাংলায় = বাংলাদেশের কর্মবিভাগ
  • জয় = জরুরী নিয়মাবলি 
  • সিংহাসনে = সংবিধান সংশোধন 
  • বসলেন = বিবিধ

কোন ভাগে কয়টি অনুচ্ছেদ? 

এটাও জেনে নেয়া খুব জরুরী। 

  • ১ম ভাগ- ১-৭,  ৭টি অনুচ্ছেদ
  • ২য় ভাগ – ৮-২৫, ১৮ টি অনুচ্ছেদ 
  • ৩য় ভাগ- ২৬-৪৭, ২২ টি অনুচ্ছেদ 
  • ৪র্থ ভাগ- ৪৮-৬৪, ১৭ টি অনুচ্ছেদ 
  • ৫ম ভাগ- ৬৫-৯৩, ২৯ টি অনুচ্ছেদ 
  • ৬ষ্ঠ ভাগ- ৯৪-১১৭, ২৪ টি অনুচ্ছেদ 
  • ৭ম ভাগ- ১১৮-১২৬, ৯ টি অনুচ্ছেদ
  •  ৮ম ভাগ- ১২৭-১৩২, ৬ টি অনুচ্ছেদ 
  • ৯ম ভাগ- ১৩৩-১৪১, ৯ টি অনুচ্ছেদ 
  • ৯ম ভাগ-ক – ১৪১ক-১৪১গ, এটি মূলত কোনো আলাদা অনুচ্ছেদ নয়, ৯ম ভাগের ১৪১ নম্বর অনুচ্ছেদকেই আবার ৩ টি ভাগে ভাগ করা হয়েছে।
  • ১০ম ভাগ- ১৪২, ১ টি অনুচ্ছেদ 
  • ১১তম ভাগ- ১৪৩-১৫৩, ১১ টি অনুচ্ছেদ 

এই সংখ্যাগুলোকে একত্রিত করলে, ৭, ১৮, ২২, ১৭, ২৯, ২৪, ৯, ৬, ৯, ১, ১১। এই সংখ্যাগুলোকে মনে করলেই কোন ভাগে কতটি অনুচ্ছেদ আছে তা মনে করতে পারবেন মূহুর্তেই। 



কোন অনুচ্ছেদে কী আছে তা মনে রাখার কৌশল

সংবিধান মনে রাখার কৌশল

সংবিধানের ১ থেকে ১২ নম্বর অনুচ্ছেদ মনে রাখার টেকনিক

প্রজাতন্ত্রের প্রজারা রাষ্ট্রধর্ম, রাষ্ট্রভাষা ও জাতীয় সংগীত নিয়ে কথা বলছিলেন। জাতির পিতা রাজধানীতে বেশি থাকতেন। প্রায়শই তিনি নাগরিকত্ব, সংবিধান, মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা নিয়ে আলোচনা করতেন।

নম্বরের ধারাবাহিক অনুযায়ী অনুচ্ছেদ

  • ১. প্রজাতন্ত্র- প্রজাতন্ত্র 
  • ২. প্রজারা- প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা
  • ২.ক. রাষ্ট্রধর্ম – রাষ্ট্রধর্ম 
  • ৩. রাষ্ট্রভাষা- রাষ্ট্রভাষা
  • ৪. জাতীয় সংগীত – জাতীয় সংগীত
  • ৪. জাতীর পিতা – জাতির পিতার প্রতিকৃতি 
  • ৫. রাজধানীতে – রাজধানী 
  • ৬. নাগরিকত্ব – নাগরিকত্ব 
  • ৭. সংবিধান – সংবিধানের প্রাধান্য 
  • ৮. মূলনীতি – মূলনীতিসমূহ
  • ৯. জাতীয়তাবাদ – জাতীয়তাবাদ 
  • ১০. সমাজতন্ত্র – সমাজতন্ত্র ও শোষণমুক্তি
  • ১১. গণতন্ত্র – গণতন্ত্র ও মানবাধিকার 
  • ১২. ধর্মনিরপেক্ষতা – ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা

সংবিধানের ১৩-২৫ নম্বর অনুচ্ছেদ মনে রাখার টেকনিক-

মালিকেরা তাদের আওতাভুক্ত কৃষকদের মৌলিকভাবে গ্রামে অবৈতনিক শিক্ষার (জনস্বাস্থ্যের দিকে লক্ষ রেখে)  সুযোগ ও অধিকার দিয়েছেন। এতে নাগরিক, সেখানকার নির্বাহী কর্মকর্তা সবাই খুশি। শিক্ষার মাধ্যমে সৃংস্কৃতি ও স্মৃতি ধরে রাখা সম্ভব ও এতে শান্তির প্রসার ঘটে। 

নম্বরের ধারাবাহিক অনুযায়ী অনুচ্ছেদ


  • ১৩. মালিকেরা – মালিক-মালিকানার নীতি 
  • ১৪. কৃষকদের – কৃষক ও শ্রমিকের মুক্তি 
  • ১৫. মৌলিক – মৌলিক প্রয়োজনের ব্যবস্থা
  • ১৬. গ্রামে – গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব
  • ১৭. অবৈতনিক – অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা 
  • ১৮. জনস্বাস্থ্যের- জনস্বাস্থ্য ও নৈতিকতা 
  • ১৯. সুযোগ – সুযোগের সমতা
  • ২০. অধিকার – অধিকার ও কর্তব্যরূপে কর্ম
  • ২১. নাগরিক – নাগরিক ও সরকাি কর্মচারীদের কর্তব্য 
  • ২২. নির্বাহী – নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ 
  • ২৩. সংস্কৃতি – জাতীয় সংস্কৃতি 
  • ২৪. স্মৃতি – জাতীয় স্মৃতিনিদর্শন প্রভৃতি
  • ২৫. শান্তি – আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা ও সংহতির উন্নয়ন

সংবিধানের ২৬ থেকে ৩৫ নম্বর অনুচ্ছেদ মনে রাখার টেকনিক

মৌলিক অধিকারের কারণে আইন, ধর্ম ও সরকারী বা বিদেশী আওতাভুক্ত কোনো কিছুর লঙ্ঘন হলে আইনের সাহায্য পাওয়ার অধিকার প্রতি নাগরিকের জীবনে আছে। আর অপরাধীরা পরে গ্রেপ্তার হয়ে জবরদস্তি বিচারের শিকার হয়।

  • ২৬. মৌলিক – মৌলিল অধিকারের সহিত অধিকারের সহিত অসমঞ্জস্য আইন বাতিল
  • ২৭. আইন – আইনের দৃষ্টিতে সমতা
  • ২৮. ধর্ম – ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য
  • ২৯. সরকারি – সরকারী নিয়োগ লাভের সুযোগের ক্ষমতা
  • ৩০. বিদেশী – বিদেশী খেতাব প্রভৃতি গ্রহন নিষিদ্ধকরন
  • ৩১. আইনের সাহায্য – আইনের আশ্রয় লাভের অধিকার
  • ৩২. জীবনে – জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ
  • ৩৩. গ্রেপ্তার – গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ 
  • ৩৪. জবরদস্তি – জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ
  • ৩৫. বিচারের – বিচার ও দন্ড সম্পর্কে রক্ষণ।

সংবিধানের ৩৬-৪৪ নম্বর অনুচ্ছেদ মনে রাখার টেকনিক

তাড়াডাড়ি চল, সমাবেশ থেকে এলাকার সংগঠনে যাই। চিন্তা-ভাবনা করে পেশা, ধর্ম, সম্পত্তি, গৃহ ও নাগরিকের অধিকার নিয়ে সেখানে আলোচনা করতে হবে।

  • ৩৬. চল – চলাফেরার স্বাধীনতা 
  • ৩৭. সমাবেশ – সমাবেশের স্বাধীনতা 
  • ৩৮. সংগঠন – সংগঠনের স্বাধীনতা 
  • ৩৯. চিন্তা – চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা 
  • ৪০. পেশা – পেশা বা বৃত্তির স্বাধীনতা 
  • ৪১. ধর্ম – ধর্মীয় স্বাধীনতা 
  • ৪২. সম্পত্তি – সম্পত্তির অধিকার 
  • ৪৩. গৃহ – গৃহ ও যোগাযোগ রক্ষণ
  • ৪৪. অধিকার – মৌলিক অধিকার বলবতকরণ

সংবিধানের ৪৮-৫৪  নম্বর অনুচ্ছেদ মনে রাখার টেকনিক

রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করে নির্দিষ্ট মেয়াদে এক অপরাধীকে মুক্তি দিলেন। অভিশংসন অপসারণের দায়িত্ব স্পীকারকে দিলেন।

  • ৪৮. রাষ্টপতি – রাষ্ট্রপ্রতি
  • ৪৯. ক্ষমা – ক্ষমা প্রদর্শনের অধিকার
  • ৫০. মেয়াদে – রাষ্ট্রপতি পদের মেয়াদ 
  • ৫১. মুক্তি – রাষ্ট্রপতির মুক্তি
  • ৫২. অভিশংসন – রাষ্ট্রপতির অভিশংসন
  • ৫৩. অপসারণের – অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ
  • ৫৪. স্পীকারকে দিলেন – অনুপস্থিতি প্রভৃতির কালে রাষ্ট্রপতি পদে স্পীকার

সংবিধানের ৫৫-৫৮ নম্বর অনুচ্ছেদ মনে রাখার টেকনিক

মন্ত্রীসভায় মন্ত্রীরা প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রীদের পদের মেয়াদ নিয়ে আলোচনায় বসলেন।

  • ৫৫. মন্ত্রীসভায় – মন্ত্রীসভা
  • ৫৬. মন্ত্রীগণ – মন্ত্রীগণ
  • ৫৭. প্রধানমন্ত্রী – প্রধানমন্ত্রী পদের মেয়াদ
  • ৫৮. মন্ত্রীদের পদের মেয়াদ – অন্যন্য মন্ত্রীর পদের মেয়াদ

সংবিধানের ৬৫-৭৯ নম্বর অনুচ্ছেদ মনে রাখার টেকনিক 

সংসদ সদস্যগণ আসনে বসে পারিশ্রমিক, অর্থদণ্ড ও রাজনৈতিক পদত্যাগের বিষয় নিয়ে আলোচনায় বসলেন। দ্বৈত অধিবেশনে ভাষনের অধিকার স্পীকারকে দেয়া হলো। তিনি কোরাম, স্থায়ী কমিটি, ন্যায়পাল, বিশেষ অধিকার ও সচিবালয় নিয়ে আলোচনা করেন।

  • ৬৫. সংসদ – সংসদ প্রতিষ্ঠা 
  • ৬৬. সদস্যগণ – সংসদের নিরবাচিত হইবার যোগ্যতা ও অযোগ্যতা
  • ৬৭. আসনে – সংসদের আসন শূন্য হওয়া 
  • ৬৮. পারিশ্রমিক – সংসদ সদস্যদের পারিশ্রমিক প্রভৃতি 
  • ৬৯. অর্থদন্ড – শপথ গ্রহণের পূর্বে আসন গ্রহণ বা ভোটদান করিলে সংসদের অর্থদন্ড
  • ৭০. রাজনৈতিক পদত্যাগ – রাজনৈতিক দল হইতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া
  • ৭১. দ্বৈত – দ্বৈত সদস্যতায় বাঁধা 
  • ৭২. অধিবেশনে – সংসদের অধিবেশন 
  • ৭৩. ভাষণের – সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী
  • ৭৩.ক। অধিকার – সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার
  • ৭৪. স্পীকারকে – স্পীকার ও ডেপুটি স্পীকার
  • ৭৫. কোরাম – কার্যপ্রণালী-বিধি, কোরাম প্রভৃতি
  • ৭৬. স্থায়ী কমিটি- সংসদের স্থায়ী কমিটিসমূহ
  • ৭৭. ন্যায়পাল – ন্যায়পাল
  • ৭৮. বিশেষ অধিকার – সংসদ সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তি
  • ৭৮. সচিবালয় – সংসদ সচিবালয়